চবির নতুন রেজিস্ট্রার মনিরুল হাসান ও প্রক্টর রবিউল হাসান
Published: 2020-06-29 17:37:17 BdST, Updated: 2021-01-20 02:38:39 BdST

চবি লাইভঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস. এম. মনিরুল হাসান। অন্যদিকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রবিউল হাসান ভূঁইয়াকে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম রেজিষ্ট্রার। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দ্বায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি তিন মেয়াদে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্বও পালন করেন।
অন্যদিকে অ্যাসোসিয়েট প্রফেসর ড. রবিউল হাসান ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন।
ঢাকা, ২৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড