জাককানইবিতে ভৌতিক নাটক “অতৃপ্ত আত্মা” (ভিডিও)
Published: 2017-07-03 11:02:12 BdST, Updated: 2019-12-09 05:41:02 BdST

জাককানইবি লাইভ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভৌতিক প্রেম এবং অ্যাকশান কম্বিনেশনে এক ব্যতিক্রমধর্মী নাটক তৈরি করেছেন । নাটকটির নাম “ অতৃপ্ত আত্মা”
নাটকটি রচনা , পরিচালনা এবং সম্পাদনা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল আহমেদ তাজ। সহকারি পরিচালনা করেন রুহুল আমিন সরকার , রূপসজ্জায় ছিলেন নিলয় মাহমুদ রুবেল
২৮ মিনিটের নাটক “ অতৃপ্ত আত্মা” তে অভিনয় করেছেন নিলয় মাহমুদ রুবেল, রুহুল আমিন সরকার, তানজিল আহমেদ, তামান্না আক্তার, পারভেজ রানা রতন, আজাহার আহমেদ রাজন, রকিবুল ইসলাম, জনি সরকার, মনিরুজ্জামান রাসেল, আতিক হাসান, আমানউল্লাহ ।
নাটকটি দেখতে পারেন ইউটিউবে , ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=myoXSAi-PxM
ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ