জীবনবীমার চেক গ্রহণ করলো ইসলামী ব্যাংক
Published: 2020-09-12 16:05:17 BdST, Updated: 2021-01-18 13:46:12 BdST

বিজনেস লাইভ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বীমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোরশেদ আলম সিদ্দিকীর নিকট থেকে ৫৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ নূর নবী (মানিক) সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৭ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের নিকট জীবনবীমা দাবির এ টাকা প্রদান করা হয়।
ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই