জাককানইবির 'ই' ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ২৯ ডিসেম্বর
Published: 2019-12-26 19:23:40 BdST, Updated: 2021-01-21 09:00:25 BdST

জাককানইবি লাইভঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার 'ই' ইউনিটের অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্থগিতকৃত ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর রোববারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
'ই' ইউনিটের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. রশিদুন নবী এক জরুরী বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৯ ডিসেম্বর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রোল ১১২০১ থেকে ১১৭৭৮ পর্যন্ত।
ঢাকা, ২৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমডেজ